ABP Ananda LIVE: লন্ডনের কেলগ-কাণ্ডের প্রতিবাদ নিয়ে ফের সামনে এল তৃণমূলের মতানৈক্য়। দলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে এবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, যে ছাত্র পরিষদ আমাদের নিউক্লিয়াস, সেই ছাত্র পরিষদ কেন লড়াই করল না? কেন রাস্তায় নামল না? কেন বিক্ষোভ হল না? এর আগে দলেরই একাংশের ভূমিকায় প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, দেবাংশু ভট্টাচার্যরা।